Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

  সেবা সমুহঃ_

১। বিদেশগামী কর্মীদের অনলাইনে নাম রেজিষ্ট্রেশন এবং ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ। ,

২। বিদেশগামী কর্মীদের হয়রানী ও প্রতারণা রোধ এবং মানব পাচার প্রতিরোধের লক্ষ্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রচার-প্রচারনা কার্যক্রম     পরিচালনা করা এবং নিরাপদ অভিবাসন সংক্রান্ত পুস্তিকা, লিফলেট, স্টীকার, ব্রুশিয়ার, ফেস্টুন ইত্যাদি বিতরণ করা।

৩। বিদেশে মৃত্যুবরণকারী কর্মীদের লাশ দেশে ফেরত আনায়ন, লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ আর্থিক সাহায্য , মৃত্যুজনিত ক্ষতিপূরণ / বকেয়া পাওনা ও ইন্সুরেন্স-এর অর্থ আদায় এবং আর্থিক অনুদান প্রাপ্তিতে সহায়তা প্রদান।

৪। বিদেশ গমনে হয়রানি বা প্রতারিত হলে অভিযোগ গ্রহণ এবং প্রতিকার প্রাপ্তিতে সহায়তা প্রদান।

৫। বৈধ পথে বিদেশে যাওয়ার উপায় সম্পর্কে পরামর্শ প্রদান করা হয়। 

৬। বিদেশগামী কর্মীদের ফিঙ্গারপ্রিন্ট প্রদানের কার্যাক্রম চলছে।  

৭। প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের পিইসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পর্যায়ে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।