Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 ক্র:নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সোবার মুল্য এবং পরিশোধ পদ্ধতি

সবা প্রদানের সময় সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম পদবী,ফোন নম্বর ও ই-মেইল )

(১)

(২)

(৩)

(৪)

(৫)

(৬)

(৭)

১।

করম ‍নিয়ে বিদেশ গমন করমীদের নাম নিবদ্ধন

(ক)  ৪নং কলামে বনিত কাগজপত্র দাখিল সাপেক্ষে বিএমইটি ডাটাবেজে নাম নিবন্ধন করা হয়।

১. ছবিসহ নিধারিত ফরমে আবেদন পত্র

২. পাসপোট/ভোটার আইডি/জন্মনিবন্ধনের ফটোকপি

৩. শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি.

৪.বিএমইটির ওয়েবপোটাল (www.bmet.gov.bd)

সরকার কতক নিধারিত ২০০/- টাকার পে-অডার সোনালী ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখা কতৃক ইস্যুকৃত।

১ কম দিবস

সহকারী পরিচালক ডিইএমও, সাতক্ষীরা।

ফোন-০৪৭১-৬৩২৪০

demosatk

hira.bmet@gmail.com

২।

অভিবাসীর তথ্য সংগ্রহ ও সরবরাহ

ডিইএমও প্রবাসী কল্যাণ ডেক্স কতৃক তথ্য সংগ্রহ করা হয়।

১. এমআরপি পাসপোটের ফটোকপি।

২. ইকামা/কাজকরার প্রমান পত্র।

৩. বিদেশে কাজ করার অভিজ্ঞতা (যদি থাকে)

 

 

 

৩।

অভিবাসন সংক্রান্ত তথ্য সেবা প্রদান

ডকুড্রামা, লিফলেট, মোবইল, ওয়েবপোটালের মাধ্যমে তথ্য প্রদান করা হয়।

বুকলেট, ব্রুশিয়ার, হ্যান্ডবিল। ডিইএমও হতে সংগ্রহ করা যাবে।

বিনামূলে

১ কম দিবস

ভারপ্রাপ্ত কমকতা এমআরসি

৪।

অভিবাসন সংক্রান্ত অভিযোগ গ্রহণ, তদন্ত নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ

অভিযোগ তদন্ত ও সহায়থা প্রদান শাখা কতৃক অভিবাসনে প্রতারণার শিকার হলে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের পরি প্রেক্ষিতে প্রাপ্ত অভিযোগ প্রয়জনীয় ব্যবস্থা গ্রহন ও সরদ দপ্তরে প্রেরণ।

আবেদন পত্রসহ প্রয়োজনীয় কাগজ পত্র

বিনামূলে

১ কম দিবস অথবা সবোচ্চ ৭ দিন

সহকারী পরিচালক

৫।

মৃত প্রবাসী কমীর পরিবারের অভিপ্রায় অনুসারে মৃত দেহ দেশে ফেরত আনা বা সংশ্লিষ্ট দেশে দাফনকরন

দূতাবাস/ওআকবো/পরিবারের নিকট হতে সংবাদ/ইমেইল পাওয়ার সঙ্গে সঙ্গে মৃতের স্থায়ী ঠিকানায় সরজমিনে গমনপূবক তদন্ত প্রতিবেদন ও আকবো/বিএমইটি ঢাকার মাধ্যমে দূতাবাসে প্রেরণ।

আবেদন পত্র ও পরিবার সনদ পত্র

বিনামূলে

১ কম দিবস অথবা সবোচ্চ ৩ দিন

সংশ্লিষ্ট শাখার দায়িত্ব প্রাপ্ত কমকতা

৬।

মৃত প্রবাসী কমীর মৃত দেহ বিমান বন্দরে প্রবাসী কল্যাণ ডেক্সের মাধ্যমে গ্রহন পরিবহন ও দাফন সংক্রান্ত আর্থিক সাহায্য প্রদান

বিদেশে মৃত্যুবরণকারী প্রবাসী কমীর মৃত দেহ দেশে পৌছা মাত্রই বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে মৃতের পরিবারের নিকট মৃত দেহ হস্তান্তর এবং লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫০০০/- চেক প্রদান।

১. পরিবার সনদপত্র ( নিধারিত ফরমেটে)

২. ক্ষমতা অপন সনদ (ক্ষেত্রবিশেষে)

৩. চেক গ্রহিতার ছবি

৪. ১০ টাকা মূল্যমানের রাজস্ব স্ট্যাম্প ১টি

৫. লাশের সাতে আগত প্রয়োজনীয় কাগজপত্র

বিনামূলে

১ কম দিবস

সহকারী পরিচালক/দায়িত্ব প্রাপ্ত কমকতা, পিকেডি.