Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

   

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সাতক্ষীরা এর সেপ্টেম্বর/২০২২ ইং মাস পর্যন্ত বিভিন্ন অর্জনসমূহ ঃ

১। অত্র দপ্তরে বিদেশ গমনেচ্ছু কর্মীদের অনলাইন ডাটাবেজে নাম রেজিষ্ট্রেশনের কার্যক্রম শুরু হয় সেপ্টেম্বর/২০১২ থেকে এবং ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের কার্যক্রম শুরু হয় ৩১ জানুয়ারী/২০১৮ থেকে। সেপ্টেম্বর/২০২২ মাসে বিদেশগামী কর্মিদের অনলাইন ডাটাবেজে নাম রেজিষ্ট্রেশন ও ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করা হয়েছে পুরুষ- ৩০২ জন, মহিলা- ৮৩ জন, মোট- ৩৮৫ জন কর্মীর। শুরু থেকে সেপ্টেম্বর/২০২২ মাস পর্যন্ত রেজিষ্ট্রেশন করা হয়েছে পুরুষ- ১২,৩২৭ জন, মহিলা- ৩,২৮১ জন, মোট- ১৫,৬০৮ জন কর্মীর এবং শুরু থেকে বর্তমান মাস পর্যন্ত ফিঙ্গার প্রিন্ট গ্রহণ করা হয়েছে পুরুষ- ৯,০৭৩  জন,  মহিলা- ৩,০৭৬ জন, মোট- ১২,১৪৯ জন কর্মীর।

২। বিদেশে আটকে পড়া/সাজা প্রাপ্ত/যুদ্ধ-বিদ্ধস্ত দেশ হতে সাতক্ষীরা জেলার কর্মীদের ফেরত আনা হয়েছে ২৬৫ জনকে। করোনাকালীন সময়ে বিভিন্ন দেশ হতে ফেরত আনা হয়েছে ৪২৬ জন কর্মীকে।

৩। বিদেশে মৃত্যুবরনকারী কর্মীদের লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ আর্থিক সাহায্য প্রাপ্তির জন্য আবেদন পত্র পাওয়া গিয়াছে- ২২টি  এবং ৩৫,০০০/- হাজার টাকার চেক বিতরন করা হয়েছে- ১০টি, টাকার পরিমান ৩,৫০,০০০/- টাকা। ২০১৩ সাল থেকে লাশ পরিবহন ও দাফন খরচের চেক সরাসরি বিমানবন্দর থেকে প্রদান করা হয়। 

৪। সেপ্টেম্বর/২০২২ মাসে ক্ষতিপূরণ প্রাপ্তির জন্য আবেদনপত্র পাওয়া গিয়েছে- ০ টি, বর্তমান মাস পর্যন্ত মৃত্যুবরনকারী কর্মীদের মৃত্যুজনিত ক্ষতিপূরণ/বকেয়া বেতন ও ইন্সুরেন্স এর অর্থ প্রাপ্তির জন্য আবেদন-পত্র পাওয়া গিয়েছে- ৫৩ টি এবং ক্ষতিপূরন বাবদ চেক হস্তান্তর করা  হয়েছে ১৪ টি. যার টাকার পরিমান ৮১,০৮,১৮৬/- (একাশি লক্ষ আট হাজার একশত ছিয়াশি) টাকা। 

৫। সেপ্টেম্বর/২০২২ ইং মাসে বিদেশে মৃত্যুবরনকারী কর্মীদের ওয়ারিশদের নিকট হতে আর্থিক অনুদান প্রাপ্তির জন্য আবেদনপত্র/দায়মুক্তি সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া গিয়েছে- ০২ টি এবং বর্তমান মাস পর্যন্ত আবেদন পত্র পাওয়া গিয়েছে- ১৫৯ টি এবং আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে- ৭৭ টি, যার টাকার  পরিমান ২,০০,২৯,১৬৭/-(দুই কোটি  উনত্রিশ হাজার একশত সাতষট্টি) টাকা। উল্লেখ্য যে, মার্চ/২০১৯ থেকে আর্থিক অনুদানের অর্থ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড হতে সরাসরি মৃতের ওয়ারিশদের ব্যাংক হিসাব নম্বরে প্রেরণ করা হচ্ছে।

৬। সেপ্টেম্বর/২০২২ পর্যন্ত বিদেশ হতে অসুস্থ্য হয়ে ফেরত আসা কর্মীর নিকট হতে আর্থিক সাহায্যের জন্য আবেদন পত্র পাওয়া গিয়েছে ৬ টি এবং আর্থিক সাহায্যের চেক হস্তান্তর করা হয়েছে ৪ টি, টাকার পরিমান ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা। উল্লেখ্য যে, মার্চ/২০১৯ থেকে চিকিৎসা সহায়তার অর্থ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড হতে সরাসরি মৃতের ওয়ারিশদের ব্যাংক হিসাব নম্বরে প্রেরণ করা হচ্ছে।

৭। সেপ্টেম্বর/২০২২ মাস পর্যন্ত শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করা হয়েছে ০৬ টি, যার টাকার পরিমান- ১,৭৮,০০০/- টাকা এবং বর্তমান মাস পর্যন্ত চেক হস্তান্তর করা হয়েছে ৭৫ টি, যার টাকার পরিমান ১৩,১৫,১০০/- (তের লক্ষ পনের হাজার একশত) টাকা। 

৮। বর্তমান মাসে প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের প্রতিবন্ধী ভাতার চেক হস্তান্তর করা হয়েছে- ০ টি, যার টাকার পরিমন- ০ টাকা।

৯। বিদেশ গমনেচ্ছু মহিলা ও পুরুষ কর্মীদের হয়রানী ও প্রতারণা রোধের লক্ষ্যে সংশ্লিষ্ট এনজিওদের সাথে সমন্বয় পূর্বক জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সভা/সেমিনারের মাধ্যমে প্রচার-প্রচারণার কার্যক্রম করা হয় এবং নিরাপদ অভিবাসন সংক্রান্ত পুস্তিকা, লিফলেট, পোষ্টার ও স্টীকার বিতরণ করা হয়। বর্তমান মাসে সদর উপজেলার ব্রক্ষ্মরাজপুর ও ধলিহর ইউনিয়ন পরিষদে গমন পুর্বক নিরাপদ অভিবাসন সংক্রান্ত পুস্তিকা, লিফলেট, ব্রুশিয়ার ইত্যাদি বিতরণ করা হয়েছে।